দিনাজপুর বার্তা২৪.কম : অ্যাওয়ার্ড সেরেমনি থেকে নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন আমির খান। সরফরোশ আর লগান ছবির পর ঠিকই করে নিয়েছিলেন যে অ্যাওয়ার্ড সেরেমনিতে আর উপস্থিত থাকবেন না। ১৬ বছর আগে অস্কারে 'লগান' মনোনীত হলে সেইবারই শেষ কোনও অ্যাওয়ার্ড সেরেমনিতে উপস্থিত ছিলেন তিনি। কিন্তু সেই ধারা নিজেই ভাঙতে চলেছেন আমির।
খুব শীঘ্রই মাস্টার দীননাথ মঙ্গেশকার অ্যাওয়ার্ড সেরেমনিতে আমির খান উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। সেখানে মিস্টার পারফেকশনিস্টকে 'বিশেষ পুরস্কারে' ভূষিত করা হবে।
২০১৬ তে 'দঙ্গল' ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্যই এই পুরস্কার দেওয়া হবে তাঁকে। এই অনুষ্ঠানে আমির খান ছাড়াও বর্ষীয়ান অভিনেত্রী বৈজয়ন্তীমালা এবং ক্রিকেটার কপিল দেবকেও পুরস্কৃত করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪