দিনাজপুর বার্তা২৪.কম :- গৃহবন্দি জীবন কারো ভালো না লাগলেও করোনা প্রকোপে বাধ্য হয়ে ঘরে থাকছেন মানুষ। শুটিংয়ের কাজ বন্ধ থাকায় ঘরে বেকার সময় পার করছেন অভিনয়শিল্পীরাও। সেই সঙ্গে ঘরের কাজও নিজেদের করতে হচ্ছে। এতে কেউ কেউ হাঁপিয়ে উঠেছেন। ছোট পর্দার অভিনেত্রী অপর্ণা ঘোষও নিয়মিত বাসার কাজ করছেন। এ অভিনেত্রী বলেন, আগে না করলেও এখন রান্না করতে হচ্ছে। বাসার কাজে একটি মেয়ে সহযোগিতা করত, কিন্তু এই পরিস্থিতির কারণে তাকে ছুটি দিতে হয়েছে। আমার কাছে রান্না করা বাড়তি ঝামেলা মনে হতো। এখন তো আর উপায় নেই। রান্না করাটা যে কত বড় দায়িত্বের, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ঘুম, নেটফ্লিক্স দেখা, বই পড়াসহ বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিও কলে আড্ডা দিয়ে করোনাকাল পার করছেন অপর্ণা। হতাশা কাটিয়ে উঠতে নিয়ম করে ব্যায়ামও করছেন তিনি। করোনা সংকটে গোটা পৃথিবী স্থবির হয়ে পড়েছে, বিপর্যস্ত মানুষ। কিন্তু এই যুদ্ধ শেষে মানুষের মনে বোধের পরিবর্তন হবে বলে বিশ্বাস করেন অপর্ণা। তার ভাবনায়-প্রতিটি যুদ্ধের পর একটি পরিবর্তন আসে। এটাও তো একটা যুদ্ধ। এই যুদ্ধ শেষে মানুষে মানুষে বিশ্বাস বাড়বে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে গিয়েছিল। ঘৃণার পৃথিবী অনেকে হয়তো ভুলে যাবে। কিছুদিন আগেও আমরা এভাবে মায়া দেখাইনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪