দিনাজপুর বার্তা২৪.কম :- করোনা আতঙ্কে ঘরবন্দী হয়ে আছেন বিশ্বের প্রায় সব মানুষ। একঘেয়েমির সময় কাটাতে সবাই বেছে নিচ্ছেন নানা রকম পন্থা। সময় কাটানোর অন্যতম প্রধান মাধ্যম হিসেবে এখন স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ায় ভরসা অনেকের। তাই পুরনো ছবি পোস্ট থেকে শাড়ি চ্যালেঞ্জ, সোশ্যাল মিডিয়া বিভিন্ন মজার খেলায় হামেশাই মেতে উঠছেন সবাই। বলিউডের তারকারা শুরু করেছেন বালিশ চ্যালেঞ্জ। যেখানে দেখা যাচ্ছে শরীরে রয়েছে কেবলমাত্র একটা বালিশ! এমনই একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড গায়িকা নেহা কাক্কার। তার নতুন আপলোড করা টিকটক ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। নিজের গাওয়া গানের সঙ্গেই টিকটকে ভিডিও করে ‘পিলো চ্যালেঞ্জ’ নিলেন এ গায়িকা। স¤প্রতি তারকাদের পছন্দের তালিকায় বেশ উপরের দিকে রয়েছে ‘পিলো চ্যালেঞ্জ’। একটি বালিশকে পোশাকের মতো ব্যবহার করে ছবি দিতে হবে সোশ্যাল মিডিয়ায়। শরীরে কেবল থাকবে একটি বালিশ, আর সেই বালিশই হবে স্টাইল স্টেটমেন্ট। হলিউড তারকারা এই চ্যালেঞ্জ নিয়েছেন অনেকেই। এবার বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কাক্কার নাম লেখালেন। হলিউড তারকা হ্যালি বেরি ‘পিলো চ্যালেঞ্জ’ নিয়ে পোস্ট করেছেন ছবি। অন্যান্য তারকারাও এই চ্যালেঞ্জ নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪