দিনাজপুর বার্তা২৪.কম :- ঝরে গেলো বলিউডের আরো একটি তারা। বুধবার অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর বৃহস্পতিবার চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। দীর্ঘদিন ধরে লিউকেমিয়ায় ভুগছিলেন তিনি। ঋষি কাপুর ছিলেন কারো বন্ধু আবার কারো কাছে চিন্টু আঙ্কেল। এই অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বলিউড। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত এই অভিনেতার প্রতি শোক জ্ঞাপন করেছেন বলিউড তারকারা। ‘বিগ বি’ হিসেবে পরিচিত অভিনেতা অমিতাভ বচ্চন সাইট টুইটারে লিখেছেন, ‘সে চলে গেলো। ঋষি কাপুর চলে গেলো। কিছুক্ষণ আগে মারা গেছে। আমি বিধ্বস্ত।’ তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এক টুইটে লিখেছেন, ‘হৃদয়বিদারক, শান্তিতে ঘুমাও আমার প্রিয় বন্ধু ঋষি কাপুর।’ ঋষি কাপুরের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী হেমা মালিনী। তিনি টুইটারে লিখেছেন, ‘ঋষি কাপুরের মতো এরকম আন্তরিক মানুষ আর নেই, এটা অবিশ্বাস্য! তার সঙ্গে আমার সব সিনেমার স্মৃতি মনে পড়ছে- এক চাদর ময়লি সি, নসীব ইত্যাদি এবং আমার পরিচালনায় টেল মি ওহ খোদা। তার সঙ্গে সাক্ষাৎ সবসময়ই প্রাণবন্ত ছিল! নিতু, রণবীর ও তার পরিবারের প্রতি আমার সমবেদনা। সৃষ্টিকর্তা তাদের সহায় হোন’ রাজু চাচা সিনেমায় ঋষি কাপুরের সঙ্গে অভিনয় করেছেন অজয় দেবগন। এই অভিনেতা টুইট করেছেন, ‘একের পর এক আঘাত। ঋষিজির মৃত্যুর খবর আমার হৃদয়ে আঘাত করেছে। আমরা রাজু চাচা সিনেমায় একসঙ্গে কাজ করেছিলাম এবং তারপর থেকে এখনো সুসম্পর্ক ছিল। নিতুজি, রণবীর, ঋদ্ধিমা ও ডাব্বুজির প্রতি সমবেদনা।’ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া টুইটারে লিখেছেন, ‘আমার মন ভীষণ দুঃখ ভারাক্রান্ত। একটি যুগের সমাপ্তি ঘটল। ঋষি স্যার আপনার মতো হাস্যজ্জ্বল ও অসাধারণ প্রতিভার মানুষের সঙ্গে আর দেখা হবে না। সৌভাগ্য যে আপনার সম্পর্কে একটু হলেও জানার সুযোগ হয়েছে। নিতু ম্যাডাম, ঋদ্ধিমা, রণবীর এবং পরিবারের অন্যান্যের প্রতি আমার সমবেদনা। শান্তিতে ঘুমান স্যার।’ অভিনেতা শহিদ কাপুর লিখেছেন, ‘আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন স্যার। আপনার আন্তরিকতা এবং চিরস্মরণীয় পারফরম্যান্স কঠিন সময়ে আমাদের আলোর পথ দেখাবে। নিতুজি, রণবীর এবং পুরো পরিবারের প্রতি সমবেদনা।’ এই অভিনেতার মৃত্যুর খবরে বাকরুদ্ধ আনুশকা শর্মা। এই অভিনেত্রী ট্ইুট করেছেন, ‘আমি একেবারে বাকরুদ্ধ। ফোনে শোনার পর বিশ্বাসই করতে পারছি না। ইরফান আর আজদুঃখ হচ্ছে, হৃদয়বিদারক। আমি ভেবেছিলাম আপনি সুস্থ হবেন। আপনাকে মনে পড়বে স্যার। শান্তিতে ঘুমান। ওম শান্তি।’ ঋষি কাপুর তাদের পরিবারের সদস্যের মতোই ছিলেন বলে জানান তুষার কাপুর। তিনি টুইটে লিখেছেন, ‘এটি পুরো হতাশাজনক। তার সামনেই বড় হয়েছি, পরিবারের সদস্যের মতো ছিলেন। ভাষায় প্রকাশ করতে পারছি না। লাখ লাখ ভক্তদের মনে কী হচ্ছে বুঝতে পারছি। অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। শান্তিতে ঘুমান চিন্টু আঙ্কেল। আপনাকে মনে পড়বে।’ শোক প্রকাশ করে অভিনেতা বিবেক ওবেরয় টুইটারে লিখেছেন, ‘দুঃখজনক। বলিউডের জন্য একটা দুঃসময়। বিশ্বাসই হচ্ছে না, সেরাদের আরো একজনকে হারালাম। চিন্টু আঙ্কেল আপনার কোনো তুলনা নেই এবং কিংবদন্তি ছিলেন। আপনাকে আমাদের মনে পড়বে। নিতু আন্টি, রণবীর, ঋদ্ধিমা ও পরিবারের প্রতি আমার সমবেদনা। ওম শান্তি। শান্তিতে ঘুমান চিন্টু আঙ্কেল।’
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪