দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বলিউডের তারকা সন্তানরা নানা কারণেই আলোচনায় আসেন। বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফও এর ব্যতিক্রম নয়। সামজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় কৃষ্ণা। প্রায়ই খোলামেলা নানা ছবি পোস্ট করেন। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি বিকিনি পরা ছবি পোস্ট করেছেন জ্যাকি শ্রফ কন্যা। ক্যাপশনে লিখেছেন, ‘বন্য সন্তান’। এদিকে ছবির নিচে একজন মন্তব্য করেন, ‘ম্যাডাম আপনার ভাই টাইগার শ্রফ কত ভালো, কিন্তু আপনি ততটাই অকাজের। আপনার লজ্জা করে না? পরিবারের মানুষ কি এই ছবিগুলো দেখেন না?’ এর জবাবে কৃষ্ণা লেখেন, ‘আপনার উদ্বেগের জন্য ধন্যবাদ জনাব। কিন্তু দয়া করে এখান থেকে সরে যান। আপনাকে ধন্যবাদ। কেউ একজন এই ব্যাক্তিকে আমার কথা অনুবাদ করে দিন। ধন্যবাদ।’ তবে ঘনিষ্ঠজনরা বরাবরের মতোই কৃষ্ণার এই ছবির প্রশংসা করেছেন। টাইগারের কথিত প্রেমিকা দিশা পাটানি আগুনের ইমোজি ব্যবহার করেছেন। অন্যদিকে, এই অভিনেত্রীর বোন খুশবু পাটানি লিখেছেন, ‘কুল।’ এছাড়া সম্প্রতি বাবার সঙ্গে সুইমিং পুলে মজা করার একটি ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেছেন কৃষ্ণা শ্রফ। এ ছাড়া প্রায়ই ভাই টাইগারের সঙ্গে ওয়ার্কআউটের ভিডিও ছবি পোস্ট করেন তিনি। জ্যাকি শ্রফ ও আয়েশা শ্রফের ছোট মেয়ে কৃষ্ণা। ভাই টাইগারের মঙ্গে ‘এমএমএ ম্যাট্রিক্স’ নামে একটি মিক্স মার্শাল আর্ট সেন্টার পরিচালনা করেন তিনি। ২০১৮ সালের নভেম্বরে এটি চালু করেছেন টাইগার-কৃষ্ণা।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪