দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ টলিউডের গণ্ডি পেরিয়ে এখন বলিউডেও বেশ জনপ্রিয় স্বস্তিকা মুখার্জি। গত বছর আনুশকা শর্মার প্রযোজনায় ‘পাতাললোক’-এ দেখা গিয়েছিল স্বস্তিকাকে। এই ওয়েব সিরিজে ব্যাপক সফলতার পর আনুশকার প্রযোজনা সংস্থা থেকে ‘কোয়ালা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটি নেটফ্লিক্সের অরিজিনাল ফিল্ম। এটি পরিচালনা করেছেন অন্বিতা দত্ত। মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রায় কাশ্মীরে ‘কোয়ালা’র শুটিং করলেন স্বস্তিকা। কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তখনই আলোচনা উঠেছিল নিছক বেড়ান নয়, নিশ্চয়ই কোনও কাজেই গিয়েছেন তিনি। সেই আলোচনাই সত্যি হলো। সামাজিক মাধ্যমে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। যেখানে শুটিংয়ের কিছু মুহূর্ত উঠে এসেছে। দেখা যাচ্ছে, হিমশীতল কাশ্মীরে শ্বেত শুভ্র বরফের মধ্যে কাজ করছেন তারা। ‘কোয়ালা’য় স্বস্তিকা ছাড়াও রয়েছেন তৃপ্তি দিমরি, বাবিল খান, সিদ্ধার্থ দিওয়ানসহ বেশ কিছু চেনা মুখ। পরিচালক অন্বিতা দত্ত এর আগে আনুশকা শর্মার প্রযোজনায় ‘বুলবুল’ নির্মাণ করেছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪