দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ছেলে ও ছেলের বৌসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। বিষয়টি নিশ্চিত করেছিলেন ওমর সানি। কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসার পর তারা সবাই আইসোলেশনে ছিলেন। মহামারি করোনা থেকে মুক্ত হলেন মৌসুমী। তার ছেলে ও ছেলের বৌ সুস্থ এখন। ওমর সানি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। ওমর সানি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ প্রায় ১৩ দিন পর নিজের গৃহে প্রবেশ করলাম, আমার পরিবারকে আল্লাহ হেফাজত করছেন। আপনার কাছে আমার সেজদা, রোজার উসিলায় এই মহামারি দূর করে দেন আল্লাহ।’ গত ছেলে ও পুত্রবধূ সাদিয়া রহমান আয়েশাসহ করোনায় আক্রান্ত হন অভিনেত্রী মৌসুমী। তবে সৌভাগ্যক্রমে করোনা ছুঁতে পারেনি চিত্রনায়ক ওমর সানীকে। তাই সাবধান থাকতে পরিবার থেকে দূরে ছিলেন তিনি। পরিবারের সবাই ভাইরাস নেগেটিভ হয়েছেন কি না-এই বিষয়ে স্পষ্ট করে বলতে চান না নায়ক ওমর সানী। তার ভাষ্য, ‘পজিটিভ না নেগেটিভ এটা বিষয় না। চিকিৎসকের সবুজ সংকেত মেলায় আমি বাসায় ঢুকলাম।’ চলতি বছরের (২৬ মার্চ) কানাডা প্রবাসী আয়েশার সঙ্গে ছেলে ফারদীনের বিয়ে দেন মৌসুমী-ওমর সানী দম্পতি। বিয়ে উপলক্ষে তারা পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করছেন এ তারকা পরিবার।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪