দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ নববর্ষ উপলক্ষে প্রকাশ হলো অস্ট্রেলিয়ায় চিত্রায়িত গানচিত্র ‘থমকে আছি’। এটি গেয়েছেন প্রবাসী শিল্পী তারান্নুম আফরীন। গানটির সুর ও সংগীত করেছেন শান। ভিডিওটি পরিচালনা করেছেন শিনরা লি। আর এতে মডেল হয়েছেন সালমান আরিফ ও সেঁজুতি ইসলাম। গানচিত্রটি উন্মুক্ত হয়েছে ১৫ এপ্রিল প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে। তারান্নুম আফরীন বলেন, ‘গানের কথাগুলো সুন্দর। শান ভাইয়ের সুর ভিন্নমাত্রা যোগ করেছে। আশা করছি শ্রোতারাও নিরাশ হবেন না।’ শান বলেন, ‘প্রবাসে থাকলেও তারান্নুম আপুর বাংলা গানের প্রতি অদ্ভুত একটা টান আছে। তারই প্রতিধ্বনি এই গান।’ ফাইবার গবেষক বিজ্ঞানী হিসেবে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় পরিচিত মুখ তারান্নুম আফরীন বর্তমানে অস্ট্রেলিয়ার চার্লস পারসনসে ল্যাবরেটরি ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪