দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ প্রায় বছর দুয়েক পর 'পাঠান' সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। একটি চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম। তবে এটাও সবার জানা যে 'পাঠান' সিনেমায় অতিথি চরিত্রে দেখা দেবেন সালমান খান। চলতি বছরের ফেব্রুয়ারিতেই এই ক্যামিও চরিত্রের জন্য ১০ দিন শুটিং করেছেন সালমান। তবে এ দীর্ঘ শিডিউলের জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সালমানের শুটিং শেষ হওয়ার পর অর্থকরী নিয়ে কথা বলতে সালমানের সঙ্গে দেখা করেন আদিত্য চোপড়া। তবে সালমান সরাসরি জানিয়ে দেন শাহরুখ তার ভাই। আর ভাইয়ের সিনেমায় অভিনয় করে কোনো পয়সা নিতে রাজি নন তিনি। আদিত্য চোপড়া অনেক চেষ্টা করেও সালমানকে রাজি করাতে পারেননি কোনো অর্থ নেওয়ার জন্য। তবে সূত্রটি আরো জানায়, পারিশ্রমিক না নিলেও সালমানের জন্য চমৎকার একটি উপহারের ব্যবস্থা করে রাখার পরিকল্পনা করেছেন আদিত্য চোপড়া। টাইগার সিনেমার শুটিং সেটেই একদিন চমক দেওয়া হতে পারে সালমানকে। প্রসঙ্গত, বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি আবারো খারাপের দিকে যাওয়ায় বন্ধ রয়েছে 'পাঠান' সিনেমার শুটিং।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪