দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ এখন রাজনীতির ময়দানে তারা দুজন প্রতিপক্ষ। কিন্তু ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু। একসঙ্গে প্রায় কয়েক ডজন সিনেমায় অভিনয় করেছেন। আবার তারা দুজনেই শোবিজে পা রেখেছেন ছোটবেলায়। বলছি, টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও সোহম চক্রবর্তীর কথা। আবারো পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন ‘অমানুষ’খ্যাত এই জুটি। ‘লকডাউন’ সিনেমায় দেখা যাবে তাদের। এটি পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি। যদিও সোহমের বিপরীতে অভিনয় করেননি শ্রাবন্তী। বরং তাকে দেখা যাবে অভিনেতা আদৃত রায়ের বিপরীতে। অন্যদিকে সোহমের বিপরীতে অভিনয় করেছেন ইন্দ্রাণী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল। এ ছাড়াও অভিনয় করেছেনÑমানালি দে, ওম সাহানি প্রমুখ। পরিচালক জানালেন, সিনেমাটির প্লট লকডাউনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অর্থাৎ যেদিন থেকে লকডাউন ঘোষণা করা হয় সেদিনকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। গত বছরের শেষের দিকে এ সিনেমার শুটিং শুরু হয়। যদিও একের পর এক বাধায় শুট ব্যহত হয়েছে। অবশেষে সব বাধা কাটিয়ে আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ২০১০ সালে ‘অমানুষ’ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন শ্রাবন্তী-সোহম। তারপর ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’, ‘কাটমুণ্ডু’, ‘শুধু তোমারই জন্য’, ‘জিও পাগলা’, ‘প্রিয়া রে’, ‘বাঘ বন্দি খেলা’, ‘গুগলি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪