দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ভারতের জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং। অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তার গানকে নিম্নমানের বলে কটাক্ষ করেছেন জনপ্রিয় গায়ক শান। সাক্ষাৎকারে তিনি বলেন, “র্যাপ কেন এত জনপ্রিয়? কারণ সবাই মনে করে গালাগালি দিচ্ছে। এর মধ্যে সংগীতের গুণগত কোনো মান নেই। কিছু মানুষ গান তৈরি করেনÑ ‘৪ বোতল ভদকা’, ‘আজ ব্লু হ্যায় পানি পারি’, ‘লুঙ্গি ড্যান্স’। এমন গান আপনিও করতে পারেন। কিছু র্যাপ আছে যেগুলোতে সুন্দর ছন্দ রয়েছে। তবে হিন্দি র্যাপ খুবই সহজ।” এই গায়ক আরো বলেন, ‘ভারতীয় সংগীতের মান নিচে নেমে যাচ্ছে। হতে পারে গানগুলো জনপ্রিয়তা পেয়েছে, তবে এইগুলো নিম্নমানের। সংগীত নিয়ে কত মানুষ আর বোঝেন? খুবই কম। সবাইকে তো সংগীতের শিক্ষা দিতে পারব না। তবে আমরা যদি ভালো গান মানুষের কাছে পৌঁছে দিই, তাহলে একটা ভালো রুচিবোধ তৈরি হবে।’ শানের ভাষ্যমতে, ‘মিউজিক কোম্পানিগুলো মনে করেন, এই গানগুলোর গুণগতভাবে ভালো না হলেও এগুলো মানুষ বেশি দেখেন।’
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪