দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ অবশেষে পতৌদি বংশের ছোট নবাবের এক ঝলক ছবি প্রকাশ করলেন কারিনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন বেবো। তবে নিজের ছোট ছেলের মুখ একটা বেবি ইমোজি দিয়ে ঢেকেই তবে পোস্ট করেছেন। অনেকদিন ধরেই ভক্তদের অধীর আগ্রহ আর অপেক্ষায় রেখেছেন কারিনা। ছবিতে দেখা যাচ্ছে যে বড় ছেলে তৈমুর আলি খানকে কোলের কাছে টেনে নিয়ে বসে বসে ছোট ছেলের দিকে তাকিয়ে দেখছেন সাইফ। বাবা আর বড় ছেলে পরে আছেন একরকমের পোশাক- গোল গলা টি-শার্ট আর সাদা লোয়ার। আর খুদে একটা নীল রঙের পোশাকে শুয়ে আছে অয়েল ক্লথের ওপর। তার মুখ কারিনা দেখতে দেবেন না, তাই একটা বেবি ফেস ইমোজি বসিয়ে দিয়েছেন ছোট ছেলের মুখের জায়গায়। সইফিনার দ্বিতীয় সন্তানের কিন্তু এর মধ্যেই বেশ একমাথা চুল হয়েছে, দাদা তৈমুরের মতোই তার মাথাও ঝাঁকড়া চুলে ভরা। এর আগেই খুদের নানা রণধীর কাপুর এর আগে জানিয়েছিলেন যে ভাই একেবারে দাদা তৈমুরের মতোই দেখতে হয়েছে। ছবি দেখে যেটুকু বোঝা যাচ্ছে, তাতে এই মিলের ব্যাপারটা স্পষ্ট। এদিকে এই ছবিতে মামাবাড়ির তরফে কেউ কোনো কমেন্ট বা রিয়্যাকশন জানায়নি। তবে খুদের ছোট ফুপু সাবা আলি খান কমেন্ট করে মনের কথা জানাতে ভোলেননি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪