দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ত্বক সুন্দর রাখতে অভিনয়শিল্পীরা একটু বাড়তি যত্ন নিয়ে থাকেন। পরামর্শ নেন বিশেষজ্ঞ চিকিৎসকদের। কিন্তু এবার ভুল চিকিৎসার খেসারত দিচ্ছেন ভারতের তামিল সিনেমার অভিনেত্রী রাইজা উইলসন। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, তার চোখের নিচের অনেকটা অংশ ফুলে গেছে। ওই স্থান কালো হয়ে আছে। সাধারণভাবে মনে হবে, মুখের ওই অংশ পুড়ে গেছে। পাশাপাশি ওই চিকিৎসকের তথ্য প্রকাশ করেছেন তিনি। রাইজার দাবিÑ‘‘খুবই সাধারণ প্রয়োজনে এই চিকিৎসকের কাছে গিয়েছিলাম। এ সময় জোর করে তিনি আমাকে ফেসিয়াল করান। কিন্তু এটি প্রয়োজন ছিল না, যার ফল আপনাদের সামনে। আমি ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তিনি বলেছেন, ‘আমি এখন শহরের বাইরে আছি।’’ সোশ্যাল মিডিয়ায় রাইজা পোস্টটি করার পর জানা যায়, এই চিকিৎসকের কাছে গিয়ে একই রকম সমস্যায় ভুগছেন একাধিকজন। যারা রাইজার পোস্ট দেখে তার সঙ্গে যোগাযোগ করেছেন। এ বিষয়ে রাইজা বলেনÑ‘আমার ইনবক্স মেসেজে ভেসে যাচ্ছে। অসংখ্য মানুষ ওই চিকিৎসকের ভুল চিকিৎসা নিয়ে ভুগছেন।’
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪