দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ চিত্রনায়িকা মাহিয়া মাহি ও অভিনেতা ডিএ তায়েব জুটি বেঁধে ‘অন্ধকার জগৎ’ সিনেমায় কাজ করেছেন। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমা ২০১৯ সালে মুক্তি পায়। এ সিনেমায় কাজ করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। বুধবার ডিএ তায়েবের সহায়তায় করোনাভাইরাসের টিকা নেন মাহি। বিষয়টি জানিয়ে ফেসবুকে এ অভিনেত্রী লিখেন, ‘আজকে আমার তায়েব ভাইয়া আমাকে আর আব্বু-আম্মুকে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলেন। সেখানে অনেকেই ছিলেন যারা খুব স্মুথলি ভ্যাকসিন নিতে আমাদের হেল্প করেছেন। ধন্যবাদ আশরাফুল ভাইয়া। আর সবচেয়ে ভালো লেগেছে আমাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিবেশ দেখে। মনটা একদম জুড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ।’ ডিএ তায়েবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাহি লিখেন, ‘মা মুরগি যেমন পাখা দিয়ে তার সন্তানদের ঢেকে রাখে তেমন করে আগলে রাখা মানুষের সংখ্যা আমার জীবনে খুব কম। উম্ৃ ৩/৪ জন হবে। যাদের অবদান আমি আমৃত্যু ভুলবো না ইনশাআল্লাহ। তায়েব ভাইয়া তাদের মধ্যে একজন। প্রিয় তায়েব ভাইয়া, ধরেন আমি আর আপনি খালের উপরের একটা ছোট্ট সাঁকো পার হবো বলে ঠিক করেছি। কাহিনি সেটা না, কাহিনি হলো হাত কিন্তু শক্ত করে আপনি আমারটা ধরে রাখবেন, আমাকে আপনার হাত ধরতে বলবেন না। কারণ কোনো রকমে পা পিছলে গেলে আমি হয়তো আপনার হাত ছেড়ে দিতে পারি। কিন্তু আমি ৯৭৫% শিওর আপনি আমার হাত মরে গেলেও ছাড়বেন না।’ এদিকে ডিএ তায়েব তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লিখেন, ‘চিত্রনায়িকা মাহি ভালোবাসার মানুষ, ভালো বন্ধু। কৃতজ্ঞতা যার অহংকার এমন বন্ধুর জন্য অনেক কিছুই করতে পারি। ধন্যবাদ সহকর্মী আশরাফুল, কৃতজ্ঞা হাসপাতালের সিনিয়ার স্যারদের এবং মাননীয় মহা পুলিশ পরিদর্শক ড. বেনজীর স্যারকে। সবাই করোনার টিকা নিন নিরাপদে থাকুন।’
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪