দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ডিসি কমিকস ভক্তরা যে খবরের জন্য মুখিয়ে ছিলেন সেটাই জানা গেলো এবার। এজরা মিলার অভিনীত ‘দ্য ফ্ল্যাশ’ মুভিতে ব্যাটম্যান চরিত্রে আবার দেখা যাবে মাইকেল কিটনকে। ১৯৯২ সালে টিম বার্টন পরিচালিত ‘ব্যাটম্যান রিটার্নস’-এ সর্বশেষ সুপারহিরোর পোশাকে দেখা গিয়েছিল তাকে। ২৯ বছর পর আবারও গায়ে চাপাতে যাচ্ছেন কালো আলখাল্লা ও মুখোশ। এতোদিন কোভিড-১৯ এর কারণে কিছুটা দোটানায় ছিলেন কিটন। শেষে স্মৃতিকাতর হয়েই বোধহয় হ্যাঁ বলে দিলেন পরিচালক অ্যান্ডি মুশিয়েত্তিকে। ওদিকে ‘দ্য ফ্ল্যাশ’ মুভির সঙ্গে সমানতালে চলছে টিভি সিরিজও। তবে সেখানকার কোনও অভিনেতাকে দেখা যাবে না সিনেমায়। সিনেমার কাহিনি নেওয়া হয়েছে ডিসি কমিকস-এর ‘ফ্ল্যাশপয়েন্ট’ পর্ব থেকে। যেখানে গতির নায়ক ফ্ল্যাশকে দেখা যাবে সমান্তরাল জগতে ঢুকে পড়তে। গল্প ও অভিনেতা ভিন্ন হলেও ফ্ল্যাশের পোশাকটা থাকছে আগের মতোই।
সূত্র: পিংকভিলা
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪