দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। রোববার বিকালে এক টুইটে এ তথ্য জানান এই অভিনেত্রী। টুইটে পূজা লিখেছেনÑ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভি এসেছে। চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে রয়েছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন, প্লিজ তারা কোভিড-১৯ পরীক্ষা করান।’ ভারতের দক্ষিণী সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি লাভ করেন পূজা। বর্তমানে বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন তিনি। তার ঝুলিতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। প্রভাসের সঙ্গে ‘রাধে শ্যাম’ সিনেমায় অভিনয় করছেন পূজা। এ ছাড়া অখিল আক্কিনেনির সঙ্গে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ দেখা যাবে তাকে। সালমান খানের বিপরীতে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’, রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’ এবং রাম চরণের সঙ্গে ‘আচার্য’ সিনেমায় রোমান্স করবেন এই অভিনেত্রী।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪