দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ নাদিয়াকে হিল্লা বিয়ে করলেন রাশেদ সীমান্ত। বিশ হাজার টাকার বিনিময়ে নাদিয়াকে বিয়ে করে আবার তালাক দেবেন তিনি। কিন্তু বিয়ের পর তিনি তালাক না দেবার সিদ্ধান্ত বদল করে ফেলেন। রাশেদের এ হিল্লা বিয়ের ঘটনা বাস্তবে নয়, নাটকে। টিপু আলম মিলনের গল্পে সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে এবং সরদার রোকনের পরিচালনায় বৈশাখী টিভির জন্য নির্মিত হলো ঈদের বিশেষ একক নাটক ‘হিল্লা বিয়ে’। প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে। ‘হিল্লা বিয়ে’ নাটকে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। নাটকটিতে সুমন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানিয়া চরিত্রে নাদিয়া আহমেদ, ইয়াকুব চরিত্রে অলিউল হক রুমি। নাদিয়া বলেন, আমাদের সমাজে হিল্লা বিয়ের একটা প্রচলন আছে। এই হিল্লা বিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের গল্প শোনা যায়। এই নাটকের গল্পটিও ঠিক তেমন। কাজটি করে বেশ ভালো লেগেছে। এদিকে ‘হিল্লা বিয়ে’ ছাড়াও রাশেদ সীমান্তকে ‘আমি মীর জাফর’ শিরোনামের আরো একটি নাটকে দেখা যাবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪