দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন আল্লু অর্জুন। তিনি লেখেন, তার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এখন গৃহে নিভৃতবাসে রয়েছেন এবং সব ধরনের বিধিনিষেধ মেনে চলছেন। তিনি এ-ও অনুরোধ করেছেন, যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছিলেন, তারাও যেন কোভিড পরীক্ষা করান। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে ভারত বর্তমানে খুবই নাজুক অবস্থানে। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি তো আরও ভয়াবহ। গত পরশু খবর আসে, চিত্রনায়িকা পূজা হেজ করোনায় আক্রান্ত। সম্প্রতি অর্জুন রামপাল, সোনু সুদ, পবন কল্যাণ, পরেশ রাওয়াল, রণবীর কাপুর, আলিয়া ভাট, ভূমি পেড়নেকার, ভিকি কুশল, কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দের মতো তারকারা কোভিড-১৯-এ আক্রান্ত হন। অবশ্য পরে তারা করোনামুক্ত হন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪