দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বলিউডে ১৫ বছর কাটালেন কঙ্গনা রানাওয়াত। তার প্রথম ছবি ‘ গ্যাংস্টার’-এরও ১৫ বছর হলো। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন কঙ্গনা। টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘১৫ বছর আগে আজকের দিনে গ্যাংস্টার মুক্তি পেয়েছিল। বলিউডে সবচেয়ে সফল ক্যারিয়ার শাহরুখ খান ও আমার। কিন্তু শাহরুখ খান দিল্লীর, পড়াশোনা করেছেন, তার অভিভাবক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন। কিন্তু আমি ইংরেজি একটি শব্দও জানতাম না। কোনো পড়াশোনাও করিনি। হিমাচল প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। প্রতিটি পদক্ষেপ অনেক কঠিন ছিল। এমনকি নিজের বাবা ও দাদার সঙ্গেও লড়তে হয়েছে। তারা আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিলেন। এত সফলতার পরেও প্রতিটি দিনই লড়াই করে বেঁচে থাকতে হয়। তবে এতে আক্ষেপ নেই। সবাইকে ধন্যবাদ।’ ২০০৬ সালে গ্যাংস্টার ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পরিচালক ছিলেন অনুরাগ বসু। কঙ্গনার বিপরীতে ছিলেন ইমরান হাশমি এবং শাইনি আহুজা। প্রথম ছবিতেই বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শকের মনে পাকাপোক্ত যায়গা করে নিয়েছেন কঙ্গনা। হিন্দুস্তান টাইমস
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪