দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ করোনায় ভারতে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ২শ' ৮৫ জনের প্রাণ গেছে। মোট মৃত্যু ২ লাখ ১১ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় শনাক্তেও বিশ্ব রেকর্ড করেছে দেশটি। একদিনে ৩ লাখ ৬৩ হাজারসহ ভারতে মোট শনাক্ত প্রায় ১ কোটি ৮০ লাখ। বিশেষজ্ঞদের শঙ্কা, দেশটিতে করোনা শনাক্ত ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে। তুলনামূলক কম পরীক্ষা ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে গেল বছর থেকেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভারতকে করোনা বিপর্যয়ের বিষয়ে সাবধান করে আসছিল। এদিকে ব্রাজিলেও করোনায় মৃত্যু ৩ হাজারের বেশি। দেশটিতে এখন পর্যন্ত প্রাণহানি ৩ লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে। নতুন ৭৬ হাজার ৮৫ জনসহ মোট শনাক্ত ১ কোটি ৪৪ লাখের বেশি। আর যুক্তরাষ্ট্রে একদিনে ৮৭৪ জনসহ মোট মৃত্যু ৫ লাখ ৮৭ হাজার। দেশটির ওষুধ প্রশাসন জানিয়েছে, দুই ডোজ ভ্যাকসিন নেয়া নাগরিকদের ঘরের বাইরে মাস্ক পরতে হবে না। বিশ্বে করোনায় একদিনে প্রাণ গেছে প্রায় ১৫ হাজার। শনাক্ত ৮ লাখ ৩০ হাজার।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪