দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ আবাহনী ক্লাবের হয়ে প্রিমিয়ার লীগ খেলার স্বপ্ন দেখেন জোভান। কিন্তু দুর্ঘটনায় তার এই স্বপ্নের রঙ ফিকে হয়ে যায়। একদিন খেলার সময় তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। চিকৎসক জানান, তিনি আর কখনো স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না। এদিকে দীর্ঘদিনের প্রেমিকা সাফা কবিরের সঙ্গে আংটি বদল হয়েছে জোভানের। তার দুর্ঘটনার কথা শুনে সাফার বাবা-মা নতুন করে ভাবতে শুরু করে। জেনে শুনে একটা পঙ্গু ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে চান না তারা। তাই অন্য ছেলের সঙ্গে সাফার বিয়ে ঠিক করেন। বাবা-মায়ের চাপে পড়ে সাফাও রাজি হন। বুকে পাথর চাপা দিয়ে বিয়ের কেনাকাটা করতে যান। একদিন কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে একটি পিকআপ তার রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে সাফা পড়ে যান। পায়ের উপর দিয়ে গাড়ির চাকা উঠে যাওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তার পা। পরের গল্প জানার জন্য ‘সন্ধ্যা নামতে দেরী’ নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন এর পরিচালক পনির খান। নাটকটি রচনা করেছেন মারুফ হোসেন সজীব। সম্প্রতি এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদের চতুর্থ দিন রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪