দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ প্রায় দুই দশক আগে দেবদাস দিয়ে দর্শক মাতিয়ে ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান এবং ভারতের সর্বজন শ্রদ্ধেয় চলচ্চিত্রকার সঞ্জয় লীলা বানসালী। এরপর বহু দিন পার হয়ে গেল, আর একসঙ্গে দেখা যায়নি তাদের। মাঝে বেশ কয়েক বার গুঞ্জন উঠেছে, বানসালীর সিনেমায় ফিরছেন শাহরুখ। শেষ পর্যন্ত তা গুজবই থেকে গেছে। আবারও শোনা যাচ্ছে সঞ্জয় লীলার বেশকিছু সিনেমায় ডাক পড়েছে শাহরুখের। সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের প্রতিবেদনে প্রকাশ করে, বানসালীর সিনেমায় কাজ করতে মুখিয়ে থাকেন ভারতের সব শিল্পীরা। সেখানে বেশ কয়েক বছর ধরে বানসালী নিজে শাহরুখকে নিয়ে কাজ করার ইচ্ছে পোষণ করে আসছেন। একটি সিনেমার চিত্রনাট্য হাতেও রয়েছে প্রস্তুত। এর নাম সিনেমা 'ইজহার'। সিনেমাটির জন্য প্রায় চার বছর ধরে শাহরুখের সঙ্গে কথা বলছেন তিনি। সিনেমাটির গল্প একটি নরওয়ের মেয়ে এবং ভারতের ছেলের প্রেমের গল্পকে কেন্দ্র করে। এটি সত্য ঘটনা অবলম্বনে প্রেমের গল্প। ভারতের সেই ছেলেটি প্রেমিকাকে খোঁজার জন্য সাইকেল নিয়ে নরওয়ে পাড়ি দেয়৷ পুরো নরওয়ে চষে বেড়ায় সে সাইকেলে। জানা গেছে, শাহরুখ সম্মতি দিলেই সিনেমার কাজ শুরু করে দেবেন সঞ্জয় লীলা বানসালী।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪