দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ কল্যাণ কৃষ্ণা পরিচালিত তামিল ভাষার ‘সোগাড়ে চিন্নি নয়না’ সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। মুক্তির সাড়ে তিন বছর পর ‘বাঙ্গাররাজু’ নামে এ সিনেমার সিক্যুয়েল নির্মাণের ঘোষণা আসে। তখন টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, সিনেমাটির প্রধান চরিত্রে জুটি বেঁধে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্য দম্পতি। এরপর আরো দুই বছর কেটে গেলেও সিনেমাটির শুটিং এখনো শুরু হয়নি। অবশেষে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন এ সিনেমার প্রযোজক ও অভিনয়শিল্পী নাগার্জুনা আক্কিনেনি। শুধু তাই নয়, এতে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘বাঙ্গাররাজু’ সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পরিচালক কল্যাণ কৃষ্ণা ও নাগার্জুনা চূড়ান্ত কাস্টিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে কাস্ট করার পরিকল্পনা করেছেন তারা। এরইমধ্যে সোনাক্ষীর সঙ্গে কথা বলেছেন পরিচালক। এখন সোনাক্ষীর জবাবের অপেক্ষা। এ অভিনেত্রী সম্মতি দিলে নাগার্জুনার এই সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে তার। তা ছাড়া ‘বাহুবলি’ সিনেমার শিবগামী চরিত্র (প্রভাসের পালক মা) রূপায়নকারী রম্যা কৃষ্ণন বাঙ্গাররাজুর স্ত্রী সত্যভাম চরিত্রে অভিনয় করবেন। অন্নপূর্ণা স্টুডিওয়ের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন নাগার্জুনা। চলতি বছরের শেষের দিকে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন পরিচালকরা।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪