দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ২০১৮ সালে অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে ঈদে ‘মোশাররফ উৎসব’ করে আরটিভি। তেমনই এক উৎসব এবার দীপ্ত টিভি করছে অভিনেতা তৌসিফ মাহবুবকে নিয়ে। দীপ্ত টিভিতে সাতদিনের এই উৎসব শুরু হবে ঈদের দিন। চলবে টানা সাতদিন। উৎসবে ভিন্ন চরিত্রের তৌসিফকে দেখতে পাবেন দর্শক। নাটকগুলো ৩৬০ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে। ঈদুল ফিতরের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে তৌসিফ অভিনীত একক নাটক। ঈদের প্রথম দিন থাকছে মাহমুদুর রহমান হিমি পরিচালিত নাটক ‘মনের মতো বাগান’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সাফা। ঈদের দ্বিতীয় দিন থাকছে মিফতা আনান পরিচালিত নাটক ‘পাঁচ ভাই চম্পা‘। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল। ঈদের তৃতীয় দিন থাকছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত নাটক ‘আওয়াজ‘। এতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল। ঈদের চতুর্থ দিন থাকছে ইয়াছির আরাফাত পরিচালিত নাটক ‘চান্স‘। এখানে অভিনয় করেছেন তৌসিফ, সারিকা সাবাহ। ঈদের পঞ্চম দিন থাকছে মিফতা আনান পরিচালিত নাটক ‘হ্যালো লেডিস’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সাফা। ঈদের ষষ্ঠ দিন থাকছে মিতুল খান পরিচালিত নাটক ‘টোল’। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, পায়েল। ঈদের সপ্তম দিন থাকছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত নাটক ‘পা‘। নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, সাফা।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪