দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ নতুন গান ‘নুনের ছিটা’ প্রেমিক হৃদয়ের প্রতিবাদে ভরা। প্রেয়সী ব্যথা দিয়ে চলে যাওয়ার পর কোন প্রেমিক ভেঙে পড়ে আবার কোন প্রেমিক প্রতিবাদী হয়। প্রতিবাদ মানে এই নয় যে, প্রেয়সীর জীবন নষ্ট করা। প্রতিবাদ মানে নিজে ঘুরে দাঁড়ানো। ‘নুনের ছিটা’ গানে সেই পুরোনো ক্রেজি আসিফ আকবরকে খুঁজে পাবে আসিফিয়ানরা। 'কথা, সুর, সংগীত আর ভিডিও মিলে এই গানটি এবারের ঈদের আলোচিত একটি গান হবে বলে আমি মনে করি'- নতুন গান ‘নুনের ছিটা’ নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।' 'নুনের ছিটা’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। ওমর ফারুকের কাব্যমালায় সুরারোপ করেছেন প্রিন্স রুবেল আর সংগীতায়োজন করেছেন তরিক। গানের ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এতে মডেল হিসেবে দেখা যাবে তারেক জামান ও সাবরিনা কানিজ সুখীকে। ভিডিওতে আসিফ আকবর থাকছেন নতুন লুকে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে ১১ মে, মঙ্গলবার ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশীয় এবং আন্তর্জাতিক সকল অ্যাপ এ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪