দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ এক দশকের বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করছেন টলিউড অভিনয়শিল্পী অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। কয়েক দিন আগে অঙ্কুশ জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসবেন তারা। এদিকে ঐন্দ্রিলা জানালেন, অঙ্কুশকে ভালোবাসেন কিনা তা এখনো জানেন না তিনি। হঠাৎ ঐন্দ্রিলার এমন মন্তব্য অবাক তাদের ভক্তরা! মূল ঘটনা হলোÑইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যোগ দিয়েছিলেন ঐন্দ্রিলা। আর তখন অনুরাগীদের নানা প্রশ্ন, কৌতূহল দেখা যায়। তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করেন, ঐন্দ্রিলা অঙ্কুশকে সত্যিই ভালোবাসেন কি না? এ সময় মজার ছলে এ অভিনেত্রী বলেন, ‘১০ বছরে বুঝিনি। আরো ২০-২৫ বছর সময় চাই। তারপর উত্তরটা পাব।’ ‘ম্যাজিক’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। সম্প্রতি এ সিনেমা মুক্তি পায়। সিনেমাটির সাফল্যের পরই ছুটি কাটাতে মালদ্বীপ যান তারা। কিন্তু বেরসিক করোনা তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। কোনো উপসর্গ না থাকলেও করোনায় আক্রান্ত হন ঐন্দ্রিলা। তারপর বেশ কিছু দিন আইসোলেশনে ছিলেন। এরপর কলকাতায় ফিরেন তারা। অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলোÑ‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এ ছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪