দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ নিজের ফিটনেস কোচ নুপুর শিখরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন ইরা। এরপর থেকে নুপুরের সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন আমির কন্যা। সম্প্রতি ইনস্টাগ্রামে ইরার পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে নূপুরের সঙ্গে পার করা নানা মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে। কখনো শরীরচর্চা, কখনো ক্যান্ডেল লাইট ডিনার, কখনো নির্জন স্থানে একান্ত সময় কাটানোর 'কোয়ালিটি টাইম' উঠে এসেছে সেই ভিডিওতে। ভিডিওর ক্যাপশনে নুপুরকে উদ্দেশ্য করে ইরা লিখেছেন, তুমিই আমার ভরসা। তোমায় ভালোবাসি কিউটি। হ্যাসট্যাগ ভালোবাসা, স্বপ্নপুরুষ। প্রসঙ্গত, নূপুরের প্রতি অগাধ ভরসার কথা এর আগেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার বলেছেন ২৩ বছরের আমির কন্যা। কিভাবে নূপুরের সঙ্গ ধীরে ধীরে তার জীবনে আনন্দে ভরে দিয়েছে, হারানো বিশ্বাস ফিরিয়ে এনেছে সে কথাও জানিয়েছেন ইরা খান।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪