দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টির মা আইসিইউতে ভর্তি। তিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হলে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শামীমা তুষ্টি নিজেই। শামীম তুষ্টি বলেন, 'মা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুলছিলেন। মঙ্গলবার হঠাৎ করে মায়ের শ্বাসকষ্ট শুরু হওয়ার পর দ্রুত তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল দুপুর দুইটা থেকে মাকে আইসিইউতে রাখা হয়েছে।' মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তুষ্টি। জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি নিয়মিত অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪