দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। রোববার সকালে শ্বাসকষ্ট শুরু হলে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। দেশটির একটি গণমাধ্যমকে অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু জানান, বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন এই অভিনেতা। রোববার সকালে শ্বাসকষ্ট শুরু হলে তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করানো হয়। শ্বাসকষ্টের কারণ সেখানে বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকদিন থেকেই কারো সঙ্গে দেখা করেননি ৯৮ বছর বয়সী এই কিংবদন্তি অভিনেতা। অসুস্থতার কারণে এর আগেও কয়েক বার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হলে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে ছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪