দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। তার পরবর্তী সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’। শোনা যাচ্ছে, এতে অভিনয় করবেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। টলিউড অভিনেতাদের বলিউডে অভিনয়ের বিষয়টি নতুন নয়। যীশু সেনগুপ্ত, পরমব্রত চ্যাটার্জি, টোটা রায় চৌধুরী, পাওলি দামসহ অনেকেই হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন অনির্বাণ। সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে অনির্বাণকে এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে। যদিও বিষয়টি নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন অনির্বাণ। চলতি বছর রানী মুখার্জির জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। এটি পরিচালনা করছেন অসীমা ছিব্বার। এক মায়ের গল্প ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ সিনেমায় ফুটিয়ে তোলা হবে। দীর্ঘদিন থিয়েটারে কাজ করেছেন অনির্বাণ ভট্টাচার্য। ২০১৫ সালে চলচ্চিত্রে পা রাখেন। ‘ঈগলের চোখ’, ‘ধনঞ্জয়’, ‘ঘরে বাইরে আজ’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘ড্রাকুলা স্যার’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘সাইকো’, ধ্রুব ব্যানার্জির ‘গোলন্দাজ’ এবং সৃজিত মুখার্জির একটি সিনেমায় তাকে দেখা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪