দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ। তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। একটু দেখে শুনে কাজ করেন এই নায়ক। সর্বশেষ জাতির পিতার বায়োপিক ‘বঙ্গবন্ধু’-তে অভিনয় করেন শুভ। ভারতের মুম্বাই অংশের শুটিং শেষে গত এপ্রিলে বাংলাদেশে ফিরেছেন তিনি। এবার ‘নূর’ সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন শুভ। তবে তার নায়িকা কে হচ্ছেন তা এখনি জানাতে নারাজ এর নির্মাতা রায়হান রাফি। এই সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি বলেন, ‘‘নূর’ সিনেমা একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। দর্শক নতুন এক শুভ ভাইকে পাবেন। এর আগে শুভ ভাইকে এমন চরিত্র বা গেটআপে দেখা যায়নি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’ শাপলা মিডিয়া প্রযোজিত নতুন এই সিনেমার শুটিং চলতি মাসের ১২ জুন থেকে শুরু হবে। দিনাজপুর ও সৈয়দপুরে সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হবে। এরপর ঢাকাসহ বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ হবে। অভিনয়ের পাশাপাশি প্রথমবার নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন শুভ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪