দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই নুসরাত জাহান নতুন করে শিরোনামে। এবার প্রকাশ্যে এল অভিনেত্রীর বেবি বাম্প। নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে আড্ডায় মেতেছেন নায়িকা। তার অনাগত সন্তানের পিতৃপরিচয় কী? সেই প্রশ্ন আজও মানুষের মনে। কারও কারও আবার প্রশ্ন ছিল, নুসরাত কি আদৌ সন্তানসম্ভবা? ইন্ডস্ট্রিতে ভুয়া খবর ছড়িয়েছিল, কোনও ছবির কারণেই নুসরাত এই বেবি বাম্প তৈরি করেছেন। এবার কেটে গেল সেসব সংশয়। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, সাদা হাতাকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। তার চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। সঙ্গে বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী। নুসরাত, শ্রাবন্তী, তনুশ্রীর এই বন্ধুত্ব নতুন নয়। তারা প্রায়ই দেখা করেন এবং আড্ডা দেন। ইন্টারনেটে রাজকুমার গুপ্ত একবার সেই আড্ডারই ছবি দিয়েছিলেন। সেই ছবিতে সকলের পিছনে দেখা গিয়েছিল নুসরাত এবং তার বিশেষ বন্ধু যশকে। সঙ্গে ছিলেন শ্রাবন্তী, তনুশ্রী এবং রাজকুমার নিজে। গণমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশ হওয়ার পরই রাজকুমার ছবিটি নেটমাধ্যমে থেকে তুলে নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪