দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ সাজিদ নাদিয়াওলার পরবর্তী ছবিতে নাকি অভিনয় করছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সঙ্গে রয়েছেন সুনীল শেঠির পুত্র আহানও! ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর দেখেই ধৈর্য হারালেন অক্ষয়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র ব্যঙ্গ করলেন বলিউডের খিলাড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘ভুয়ো খবরে ১০/১০। কেমন হবে যদি মিথ্যা খবর ফাঁস করার একটা ব্যবসা শুরু করি আমি?’ উল্লেখ্য এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ভুয়ো খবর প্রসঙ্গে নিজের সামাজিক মাধ্যমে সত্যতা তুলে ধরেছেন অক্ষয়। প্রসঙ্গত, দিন কয়েক আগেই, ‘ধুম ৪’ ছবিতে অক্ষয় রয়েছেন, এমনই একটি মিথ্যে গুজব রটেছিল বলি পাড়ায়। শোনা যাচ্ছিল সেই ছবিতে সালমানের সঙ্গে নাকি পর্দায় হাজির হতে চলেছেন অক্ষয় কুমার। সেই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছিলেন, গোটা বিষয়টি তার কানে এসেছে। তিনি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারেন, ‘ধুম ৪’ নিয়ে যে খবর শোনা যাচ্ছে তা পুরোপুরি ভুয়ো খবর। স্রেফ গুজব! পাশাপাশি, অক্ষয় জানিয়েছিলেন, ‘বেল বটম’ সম্পর্কে একটি ‘মিথ্যে খবর’ রটেছিল তাকে নিয়ে। ছবির প্রযোজক ভাশু ভাগনানী এই ফিল্মের প্রোজাক্টের জন্য অভিনেতাকে পারিশ্রমিক কম নেওয়ার অনুরোধ করেছিলেন। রিপোর্টে বলা ছিল, ‘স্কুপ: ভাশু ভাগনানী অক্ষয় কুমারকে বেল বটমের জন্য পারিশ্রমিক হিসেবে ৩০ কোটি টাকা কমানোর অনুরোধ করেছেন, তাতে রাজিও হয়েছেন অভিনেতা।’ যদিও বিষয়টি নিজের টুইটার হ্যান্ডের মিথ্যে বলে দাবি করেছেন অক্ষয় কুমার।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪