দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। চার বছরের বড় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে রোমান্স করবেন তিনি। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার পরবর্তী সিনেমার ঘোষণা দিয়েছেন কার্তিক। ‘সত্যনারায়ণ কি কথা’ নামের এই সিনেমা প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এটির মাধ্যমে পরিচালক হিসেবে সমীর বিদ্বানসের অভিষেক হবে। বলিউডহাঙ্গামা ডটকম জানিয়েছে, সিনেমাটিতে কার্তিকের বিপরীতে শ্রদ্ধাকে নিতে চাইছেন নির্মাতারা। এ বিষয়ে এই অভিনেত্রীর সঙ্গে আলোচনাও করেছেন তারা। শ্রদ্ধাও আগ্রহে দেখিয়েছেন। যদিও এখনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি তিনি। একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এখন পর্যন্ত মৌখিকভাবে সকল কথা শেষ হয়েছে, তবে চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি। শ্রদ্ধাকে উপযুক্ত মনে করা হচ্ছে। আর নতুন জুটি বাড়তি আগ্রহ তৈরি করবে। কার্তিক ও শ্রদ্ধাকে একসঙ্গে অনেক চমৎকার লাগবে। যদিও সিনেমার বেশিরভাগই কার্তিককে নিয়ে, তবে শ্রদ্ধার চরিত্রটিও গুরুত্বপূর্ণ।’ শ্রদ্ধা অভিনীত সর্বশেষ সিনেমা ‘বাঘি-থ্রি’। লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে আছেন রণবীর কাপুর। অন্যদিকে, ‘লাভ আজ কাল-টু’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে কার্তিককে। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘ধামাকা’ ও ‘ভুল ভুলাইয়া-টু’।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪