দিনাজপুর বার্তা ২৪.কম ডেস্ক ॥ চলতি বছরের ৮ মার্চ (বিশ্ব নারী দিবস) ট্রান্সজেন্ডার হিসেবে প্রথম সংবাদ পাঠিকা হিসেবে নাম লেখান তাসনুভা আনান শিশির। সেই ধারাবাহিকতায় এবার টিভি নাটকে যুক্ত হলেন একই ঘরানার হোচিমিন ইসলাম। হোচিমিন পড়ালেখা করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রাম জেমস পি. গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের শিক্ষার্থী হিসেবে। পাশাপাশি এবার শুরু করলেন অভিনয়। সম্প্রতি শুটিং শেষ হওয়া এই নাটকটির নাম ‘নুরুলের শেষের কবিতা’। সাংবাদিক লিমন আহমেদের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন অভিনেতা নিকুল কুমার মণ্ডল। এতে নুরুল চরিত্রে ইমতিয়াজ বর্ষণ ও কবিতা চরিত্রে নাজিয়া হক অর্ষা অভিনয় করেছেন। অন্যদিকে হোচিমিন অভিনয় করেছেন কবিতার (অর্ষা) বোন রানু চরিত্রে। অভিনয় প্রসঙ্গে হোচিমিন বলেন, ‘এর আগে কয়েকটি সিনেমায় কাজ করবো করবো করে নানা কারণে আর করা হয়নি। তবে এবার যেটি করেছি সেটির গল্প খুব সুন্দর, তাই রাজি হয়েছি। আমার মনে হয়, যোগ্যতা ও দক্ষতা থাকলে মিডিয়ার নানা কাজে ট্রান্সজেন্ডারদের সুযোগ সৃষ্টি করা উচিত।’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, মাসুম বাশার, আনন্দ খালেদ, যুবায়ের হিল্লোল, জাহিদ হিমেল, জুয়েল মিয়া প্রমুখ। কোরবানির ঈদে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪