দিনাজপুর জেলা বিরল উপজেলার সন্তান তাসজিদ বুরহান রোদ, যিনি ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন
দেখতেন। স্কুল জীবনে বিভিন্ন মঞ্চ নাটক এবং স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করতেন
তিনি। এভাবে দীর্ঘ কয়েকটি বছর অতিক্রম করে এক সময় তিনি জাতীয় পর্যায়ে অভিনয় শুরু করেন। শুরু হয়
অভিনয় জগতে এক নতুন জীবন। রোদ ইতিমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। শ্রম ও
সাধনা দিয়ে এগিয়ে যাচ্ছেন তার লক্ষ্যে। গত কয়েক মাসে তার অভিনীত বেশ কয়েকটি নাটক ভাইরাল হয়েছে।
দর্শক প্রিয়তাও বাড়ছে তার। বর্তমান সময়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তাসজিদ বুরহান রোদ বলেন,
চোখের সামনে স্বপ্নকে ভাসিয়ে কোন লাভ নেই। স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে
আজ আমার এই পর্যায়ে আসা। সামনে আরো বেশ কয়েকটি নাটকের কাজ রয়েছে। খুব দ্রুত সেগুলোর শুটিং শুরু
হবে। একজন শিল্পী হিসেবে অভিনয় নিয়ে সব সময় ব্যস্ত থাকতে চাই। দীর্ঘদিন শ্রম ও দর্শকদের
ভালোবাসার কারণে আজ জাতীয় পর্যায়ে কাজ করছি। আমি আমার সাধ্য অনুযায়ী পরবর্তী নাটকের চরিত্র
গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবো। আশা করি দর্শকদের আরো ভালো লাগবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪