দিনাজপুর বার্তা২৪.কম || দিনাজপুর ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ , আহত ২ জন। আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের হরিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদশীরা জানান, ঢাকা থেকে দিনাজপুর গামী একটি হানিফ কোচ হরিপাড়া পুলিশ বক্সের কাছে একটি আটো ভ্যান কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ভ্যান থেকে ছিটকে পরে ঘটনা স্থলে ২ জন এবং পরে হাসপাতালে আহত আরও একজেন মৃত্যু হয়, আহত হয় ২ জন ভ্যান যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা হলে ভ্যান চালক ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের আজিমুদ্দিনের ছেলে আঃ ছালাম (৫৫), অপর টি হলো ভ্যান যাত্রী উপজেলার কানাগাড়ী গ্রামের বসির উদ্দিনের ছেলে আঃ ছালাম (৬৫) কবিরুল ইসলাম ২৮ পিতা বদিয়া। আহতদের পরিচয় পাওয়া যায়নী বলে জানা গেছে। ঘোড়াঘাট থানার ওসি ইসরাইল হোসেন সড়ক দুর্ঘটনার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪