দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলার সর্ববৃহৎ ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকল লিঃ এর অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ২৬ এপ্রিল বুধবার সকাল ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে। মানববন্ধনে অবসর প্রাপ্ত শ্রমিক কর্মচারীরা বলেছেন আমরা দীর্ঘ দিন যাবৎ চাকুরী করার পর অবসব জীবনে এসে আমাদের ন্যায্য পাওনাদি পাচ্ছিনা। যার কারনে দিন মজুরের কাজ করার মাধ্যমে আমাদেরকে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। বক্তারা বর্তমান শিল্পবান্ধব সরকারের শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন, দ্রুত সময়ের মধ্যে আপনি আমাদের বকেয়া প্রায় ৮কোটি টাকা পরিশোধ করে আমাদের পরিবারকে রক্ষা করুন। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন, শ্রমিক লীগের সভাপতি ইলিয়াছ আলী সরকার, অবসরপ্রাপ্ত সিআইসি হেকমত আলী, ট্রাক চালক রবিউল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ dinajpurbarta2017@gmail.com, dinajpurbarta24@yahoo.com
দিনাজপুর বার্তা ২৪