দিনাজপুর বার্তা২৪.কম ॥ বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, একমাত্র খেলাধুলাই পারে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে।
মহান মে দিবস উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দিনাজপুর জিমনেসিয়ামে ৪র্থ বিশ্বকাপ রোল বল, ৩৫তম জাতীয় ভারোত্তলন ও স্বাধীনতা কাপ জাতীয় কাবাডি প্রতিযোগিতা-২০১৭ এ অংশগ্রহনকারী দিনাজপুর জেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আবুল হোসেন পাটোয়ারী, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও মাহমুদুন্নবী পলাশ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। হুইপ ইকবালুর রহিম এমপি আরো বলেন, আমাদের জেলার কৃতি খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলে জেলাবাসীর মুখ উজ্বল করেছে। আমরা মনে করি প্রশিক্ষণের মাধ্যমেই খেলার মান উন্নয়ন সম্ভব। তাই বিভিন্ন ইভেন্টে ইতোমধ্যেই ৪শ খেলোয়াড়কে প্রশিক্ষণ দেয়া হয়েছে। খেলার পরিবেশ সৃষ্টি করতে ক্রীড়া পল্লী, জিমনেসিয়ামের সংস্কারসহ আধুনিক এবং পূর্ণাঙ্গ স্টেডিয়াম গড়ে তোলাসহ দিনাজপুরের ক্রীড়াঙ্গণকে ঢেলে সাজানোর চেষ্টা করছি। প্রধান অতিথি রোল বল এর ১০ জন, কাবাডির ১৩ জন এবং জাতীয় ভারোত্তলোনের ৩ জন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাঃ ইলিয়াস আলী খান এডিন, মতিউর রহমান, আজিজার রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, আবু ইবনে রজব, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব, নির্বাহী সদস্য মিজানুর রহমান পাটোয়ারী বাবু, আনিস হোসেন দুলাল, রহমত আলী, মোঃ আনোয়ারুল ইসলাম, অরুণ সরকার, আনোয়ারুল ইসলাম সুমী, আসলামুর রহমান মাহবুব, রবিউল আউয়াল খোকা, মোঃ সাইফুল ইসলাম ও মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪