পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে কম্পেসন সিডিএসপি শিক্ষার্থী আশা রায়ের সফলতার সহিত শিক্ষ কার্যক্রম সম্পন্ন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বে-সরকারি সংস্থা কম্পেসন খামার সেনুয়া ২০৯ বিডি’র আয়োজনে মা দিবস ও বিদায় অনুষ্ঠানে সিডিএসপি’র সভাপতি সৌরেন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ভোমরাদহ ইউপি চেয়ারম্যান হিটলার হক, সিডিএসপির পিএফ ফিলিমন হাজরা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর সভাপতি রেভা: বিষ্ণু পদ রায়, লুথারেন চার্চের ভাইস মডারেটর রেভা: মনজিত রায়, খামার সেনুয়া সিডিএসপি’র প্রকল্প ম্যানেজার সুষেন রায় ও শিক্ষার্থী আশা রাণী রায় প্রমুখ। উল্লেখ্য সিডিএসপি’র ১৬৫টি প্রকল্পের প্রায় ৩৯ হাজার আইডি ভুক্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে খামার সেনুয়া ২০৯ বিডি শিক্ষার্থী আশা রাণী রায় প্রথম সফলতার সহিত শিক্ষা কার্যক্রম সম্পন্ন করায় প্রকল্প থেকে বিদায় দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ সামগ্রী বিতরণ শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪