দিনাজপুর বার্তা২৪.কম ॥ রামায়ণ রচয়িতা ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় একবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে। সেই মামলায় নতুন করে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। এবার জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারের নির্দেশ দিলেন লুধিয়ানার একটি স্থানীয় আদালতের বিচারক। এর আগে গত ৯ই মার্চ এই মামলায় রাখির বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাখিকে গ্রেপ্তারের জন্য মুম্বই যায় লুধিয়ানা পুলিশের একটি দল। কিন্তু অভিনেত্রীকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। ফলে খালি হাতে ফিরে আসতে হয় তদন্তকারীদের। মামলাটি মুলতবি রাখা হয়েছে আগামী ২ জুন পর্যন্ত। গত বছর একটি টিভি অনুষ্ঠানে রামায়ণ মহাকাব্যের রচয়িতা বাল্মীকিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন রাখি। এ মন্তব্য করে বাল্মীকি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন মর্মে ওই বছরের জুলাই মাসে রাখির বিরুদ্ধে মামলা করেন আইনজীবী নারিন্দার আদিয়া। এরপর গত ৯ই মার্চ তাকে আদালতে হাজির হতে সমন পাঠানো হয়। কিন্তু ওইদিন আদালতে হাজির হননি রাখি। এ কারণে আদালত অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪