হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রত্নাদিঘী নামক এলাকায় মুরগিবাহী পিকআপ ভ্যানের সাথে ট্রাকের সংঘর্ষে পিকআপভ্যানের চালকসহ তিনজন নিহত, আহত হয়েছেন আরও চারজন।
আজ শনিবার সকাল ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, সকালে রত্নাদিঘী নামক স্থানে বগুড়া থেকে দিনাজপুরগামী মালবাহী একটি ১০চাকার ট্রাক সড়কে দাঁড়িয়েছিল। একই দিক থেকে আসা মুরগিবাহী পিকআপভ্যানটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছনের দিক থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালকসহ অপর একজন নিহত হন।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় পিকআপভ্যানের আরোহীসহ আরো ৫জনকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। এদিকে আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
নিহতরা হলেন নওগাঁর বদলগাছি উপজেলার আসলাম, মানিক, তবে অপর একজনের নাম জানা যায়নি। তারা সকলেই পিকআপভ্যানের আরোহী।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪