দিনাজপুর বার্তা ২৪.কম ॥ সন্তান দত্তক নিবেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ব্যক্তিগত জীবনে সাহিল সংঘর সঙ্গে সংসার করছেন তিনি। ২০১৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনের ৩ বছর পেরিয়ে গেলেও এখনো মাতৃত্বের স্বাদ নেননি এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সন্তান দত্তক নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন দিয়া।
এ প্রসঙ্গে এই গুণী অভিনেত্রী বলেন, 'সন্তান জন্মদান মানুষের খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু পৃথিবীতে মানুষের বসবাসের ঘনত্ব দেখুন এবং একবার প্রশ্ন করুন- এখনো আমাদের সন্তান জন্ম দেয়ার প্রয়োজন আছে কিনা। এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। তবে আমরা সন্তান দত্তক নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই।'
বর্তমানে 'দত্ত' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন দিয়া মির্জা। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে মান্ন্যতা দত্তর চরিত্রটি রূপায়ন করছেন দিয়া। সিনেমাটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪