দিনাজপুর বার্তা ২৪.কম ॥ নিউ ইয়র্ক-বার্লিন-নিউ ইয়র্ক এবং অবশেষে মুম্বই। ‘বেওয়াচ’ মুক্তির পর এভাবেই কেটেছে বলিউড-হলিউড তারকা প্রিয়াংকা চোপড়ার। এখন দেশের মাটিতে ফিরেছেন তিনি। তবে সেটা স্বল্প সময়ের জন্য। মাত্র চার দিনের জন্য ভারতে এসেছেন প্রিয়াংকা। বুধবার রাতে তিনি মুম্বই বিমানবন্দরে পা রাখেন। এ সময় ইন্ডিয়ান এক্সপ্রেসের ক্যামেরবন্দি হন বলিউড-হলিউড এ তারকা। এদিকে গত কিছুদিন ধরে প্রিয়াংকাকে নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়। শোনা যাচ্ছে তিনি নাকি ভারত ছেড়ে মার্কিন মুলুকে স্থায়ী হচ্ছেন। এরইমধ্যে ভারতের সব কাজ থেকে গুটিয়ে নিয়েছেনও প্রিয়াংকা। কেউ কেউ বলছেন বলিউডের ছবিতে আর থাকছেন না বলেই নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন না ৩৪ বছর বয়সী এ অভিনেত্রী। এদিকে এসব গুঞ্জন-জল্পনা তুড়ি মেরেই উড়িয়ে দিলেন প্রিয়াংকা। বলিউডের নির্মাতাদের সঙ্গে তার শিডিউল মিলছে না বলেই চুক্তিবদ্ধ হতে পারছেন না। আর ভারত ছেড়ে নিউ ইয়র্ককে স্থায়ী হওয়ার বিষয়টি হাস্যকর বলেই দাবি করেছেন। প্রিয়াংকা বলেন, নিজের দেশ ছাড়ার কোনো মানে নেই। এটা নিছক হাস্যকর ব্যাপার। নিউ ইয়র্কে ‘কোয়ান্টিকো’র কাজ করছিলেন প্রিয়াংকা। ভারতে চার দিনের সফরে একটি ফটোশুটে অংশ নেয়ার কথা রয়েছে। আর চলতি বছরই সঞ্জয়লীলা বানসালির নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে প্রিয়াংকার।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪