বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা ॥ আপনার একটু সদইচ্ছাই পাল্টে যেতে পারে একজন দিনমজুর মানষিক রোগির জিবন। সামান্য কিছু অর্থই হয়তো তার জিবন যাত্রা আবার পাল্টে যেতে পারে। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মহনপুর গ্রামের দিনমজুর আজিজুল হকরে ছেলে মানিক সে বাকি অন্য আট দশজন লোকের মতই স্বাভাবিক জিবন যাপন করছিল, দিনমজুরেই তার প্রিত্ত পেশা হটাৎ একদিন তার জিবনে অন্ধকার নেমে এল আক্রান্ত হলো ব্রেনষ্ট্রোক এযাত্রায় বেচে যায় সে। তবে এখন মানষিক রোগে ভুগছে মানিক। যতটুকু সম্ভব চিকিৎসা করা হয়েছে পরিবার এর পক্ষ থেকে এখনো অনেক টাকার প্রয়োজন তাকে সুস্থ করে তুলতে। মানিককে সুস্থ করে তুলতে বৃত্তবান সহ সকলই এগিয়ে আসুন-বিকাশ নং-০১৭১৮৯৩৩৭১৮।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪