বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা ॥ দিনাজপুর জেলার বোচাগঞ্জের আটগাঁওয়ের আলমপুর নামক স্থানে মাত্র ২৪ ঘন্টার ব্যাবধানে ৩টি সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়েছে। ভোরে সেলো মেশিন চালিত ভটভটি উল্টে একজন নিহত,বিকেলে মটরসাইকেল ভ্যানগাড়ি মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত, এবং মংঙ্গলবার ভোর ৫টায় মাল ভর্তি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটলেও দিনাজপুর বোচাগঞ্জের রাস্তা চলাচল প্রায় ৮ঘন্টা বন্ধ থাকে। সোমবার ভোর ৫টায় সেলো মেশিন চালিত ভটভটি উল্টে একজন নিহত হয়। দিনাজপুর থেকে চিকিৎসা শেষে রানীশংকৈল বাড়ী ফেরার পথে ভটভটি উল্টে ঘটনা স্থলে মৃত্যু হয় ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ভুকুরগাঁও গ্রামের জাল মোহাম্মদের ছেলে হায়দার আলী। এদূর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকাবাসির মনে মিরাক্কেল ঘটনা জন্ম নেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪