দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এর অভিযানকারী দল পরির্দশক মোঃ গোলাম রব্বানীর নেতৃত্বে ১৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ ১ মহিলাকে আটক করা হয়েছে।
ঘটনা সুত্রে জানা যায় যে, ১৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর কেন্দ্রী বাসটার্মিনাল এর গামী লোকাল বাসের কাউন্টার এলাকায় অভিযান চালিয়ে নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর রিফুজি কলোনী এলাকার মৃত আব্দুল আজিজ এর কন্যা মোছাঃ নুরবানু ওরফে ময়না (৩৫)কে ১৫০ পিস ইয়াবাসহ দিনাজপুর কেন্দ্রী বাসটার্মিনাল এর গামী লোকাল বাসের কাউন্টার এলাকা থেকে আটক করা হয়। দিনাজপুর জেলা ডিএনসি’র উপ-পরিদর্শক এএসআই মোঃ মতিয়ার রহমান বাদী হয়ে আটককৃত মোছাঃ নুরবানু ওরফে ময়না’র বিরুদ্ধে একটি নিয়োমিত মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪