দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করুন” এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উপলক্ষে ১৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীশেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এছাড়াও স্থানীয় সরকার দিনাজপুর’র উপ-পরিচালক (উপ সচিব) মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপরের সহকারি পরিচালক মমতাজ বেগমের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মওলা বকস্ চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, জ্যৈষ্ঠ সহ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জেলা ক্যাব’র সহ সভাপতি জিনাত রহমান, সাধারণ সম্পাদক মো. খয়রাত হোসেন, রোলেক্স বেকারীর সত্বাধিকারি মো. সফিউল্লাহ খান শুকলা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪