স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বাংলাদেশে এত বড় কৃষ্ণ মন্দির আর কথাও নেই ॥ দেশে-বিদেশে অনেক ভক্ত দিনাজপুরে এসে এই মন্দির দর্শন করবে। অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়ার সাক্ষী হিসেবে এই কৃষ্ণ মন্দির প্রমাণ করে বর্তমান সরকার সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে কত আন্তরিক।
১৯ মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মশ্মান কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে কৃষ্ণ মন্দির উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। শ্রীশ্রী মশ্মান কালী মন্দির কমিটির সভাপতি রঞ্জন ব্যানার্জীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দজী মহারাজ, দিনাজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু। স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দির কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক উদ্দীপ ভৌমিক। প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আরো বলেন, দেড় হাজার কেজী ওজনের এই কৃষ্ণ মুর্তি সারা ভারবর্ষের ভক্তদের দর্শনীয় করে তুলবে। বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান সকল ধর্মের মানুষ এখানে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। আমার পিতা মরহুম এম আব্দুর রহিম জাতীয় সংসদের সংবিধান প্রনেতা হিসেবে একটি অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়ার কথা লীপিবদ্ধ করেছেন। তারই ফলশ্র“তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত আমাদের হৃদয়ে লালন করতে হবে। আমরা যেন সকল অশুভ, সাম্প্রদায়ীক শক্তিকে আমরা প্রতিহত করে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪