স্টাফ রিপোর্টার ॥ ১১ মে শুক্রবার ঐতিহ্যবাহী সুখ সাগরে দিনাজপুর প্রেসক্লাবের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলী, দিনাজপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল আলম সাথী, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ আমিনুল হক পুতুল, সাপ্তাহিক পূনর্ভবা পত্রিকার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও দৈনিক মানববার্তার সম্পাদক মোঃ মিনহাজুল হক। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। আয় ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল। প্রতিবেদনের উপর মুক্ত আলোচনা করেন দৈনিক জনমতের বার্তা সম্পাদক এ্যাডঃ লতিফুর রহমান, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি শাহারিয়ার হিরু, ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের জেলা প্রতিনিধি মোঃ সালাউদ্দিন আহম্মেদ, সাপ্তাহিক দিগন্ত বার্তার এস.এম খালেকুজ্জামান রাজু, গাজী টিভির জেলা প্রতিনিধি তনু, মাহফুজুল হক আনার, সহযোগী সদস্য খালেকুজ্জামান বাবু প্রমুখ। প্রতিবেদন দুটির উপর আলোচনা শেষে উপস্থিত সদস্যরা হাত তুলে প্রতিবেদনের অনুমোদন প্রদান করেন। সভাপতির বক্তব্যে স্বরূপ বকসী বাচ্চু বলেন, হুইপ ইকবালুর রহিম এমপি’র পৃষ্ঠপোষকতায় দিনাজপুর প্রেসক্লাবের উন্নয়নের দ্বার উন্মোচনের পথ রচনা হয়েছে। এ উন্নয়নকে ধরে রাখতে হলে ঐক্যের মাধ্যমে প্রেসক্লাবের পতাকা তলে আসতে হবে। সাংবাদিকতার পেশার মান উন্নয়নে সাংবাদিকদের স্বোচ্চার হতে হবে। দেশের উন্নয়নের সংবাদ প্রকাশের পাশাপাশি এ অঞ্চলের নির্যাতিত অসহায় মানুষের বিচার প্রাপ্তির বিষয়টিও তুলে ধরতে হবে। সভা শেষে প্রেসক্লাব আয়োজিত মধ্যাহ্নভোজে জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপারসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোফাচ্ছিলুল মাজেদ
মাজেদা মনজিল, মালদাহপট্টি
দিনাজপুর-৫২২০
মোবাঃ ০১৭১৪৯১০৭৭৯, ০১৭৭২৯৩৩৬৮৮
ই-মেইলঃ [email protected], [email protected]
দিনাজপুর বার্তা ২৪